কলকাতা ব্যুরো: শহরের বাজারে কাঁচা লঙ্কা ছুঁয়েছে ৩০০ টাকা কিলো। ভালো জাতের বেগুনও ১২০ টাকা কেজি। এই পরিস্থিতিতে বিশেষত লঙ্কার এমন অস্বাভাবিক দামের ওপর নজর রাখছে নবান্ন।
সোমবার নবান্নে ।মুখ্যমন্ত্রীর কৃষি উপদেষ্টা প্রদীপ মজুমদার জানিয়েছেন, সব্জি বিশেষ করে লঙ্কার মূল্যবৃদ্ধির অন্যতম কারণ শনিবারের লকডাউন।
সোমবার নবান্নে ।মুখ্যমন্ত্রীর কৃষি উপদেষ্টা প্রদীপ মজুমদার জানিয়েছেন, সব্জি বিশেষ করে লঙ্কার মূল্যবৃদ্ধির অন্যতম কারণ শনিবারের লকডাউন।সেদিন মাল ঢোকেনি কলকাতার পাইকারি বাজারে। শুক্রবার আসা মালই রবিবার বিক্রি হয়েছে।এরমধ্যে কিছু পচে গিয়েছে।নবান্ন আর একদিন নজর রাখতে চায় লঙ্কা এবং সব্জির দামের ওপর। এরমধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে বলেই নবান্নের আশা। লঙ্কার দাম বাড়ার পেছনে আম্পান একটা কারণ ঠিকই, কিন্তু যেটুকু বাঁচানো গেছে, তা সংরক্ষণের জন্যও প্রয়োজনীয় হিমঘর নেই দক্ষিণবঙ্গে। এর বাইরে এই সুযোগ নিয়ে ফাটকাবাজিও লঙ্কার দাম বাড়ার অন্যতম কারণ।