কলকাতা ব্যুরো: উপসর্গ দেখা দেওয়ার ৭২ ঘন্টার মধ্যে কোভিড পরীক্ষা হলে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণ করা যায় বলে বিশেষজ্ঞরা বলছেন জানিয়ে রাজ্যগুলিকে সতর্ক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিহার, উত্তর প্রদেশ, পাঞ্জাব, তেলেঙ্গানা সহ যে ১০ রাজ্যে করোনার প্রভাব বেশি সেই রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের সঙ্গে এ দিন ভিডিও বৈঠক করেন মোদি। করোনার সর্বশেষ পরিস্থিতি নিয়ে খোঁজ করেন।
ভ্যাকসিন আবিষ্কার নিয়ে বিশ্বে প্রথম দাবি করে সবে আজই মুখ খুলেছে রাশিয়া। আর তখনই প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভ্যাকসিন নিয়ে কেন্দ্রীয় সরকারের কাছে নির্দেশিকা চাইলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন ভিডিও বৈঠকে প্রধানমন্ত্রীর উদ্যেশ্যে তিনি বলেন, কোন ভ্যাকসিন সংগ্রহ করে ব্যবহার করা হবে কেন্দ্র তার সুস্পষ্ট নির্দেশিকা দিক।
মুখ্যমন্ত্রী এই বৈঠকে ভেন্টিলেশন ও হাই পাওয়ার ডিভাইস, যা ব্যবহারে রোগীর শরীরে অক্সিজেনের মাত্রা বাড়ানো যায় তা কেন্দ্রকে সরবরাহ করার দাবি জানান।
তামিলনাড়ু ও পাঞ্জাবের মুখ্যমন্ত্রীদের পথ ধরেই তিনি আর্থিক প্যাকেজ নিয়ে সরব হন। তিনি বলেন, প্রাপ্য টাকা দ্রুত না মেটালে কোভিডের বিরুদ্ধে লড়াই বাধা পাবে।
Previous Articleভ্যাকসিনের উৎপাদন শুরু সেপ্টেম্বরেই
Next Article বন্ধই ট্রেন
Related Posts
Add A Comment