কলকাতা ব্যুরো : ভাটপাড়ার বাসিন্দা সংগ্রাম ভট্টাচার্যর হাত ধরে আবার অঙ্গদানের প্রক্রিয়া শুরু হলো রাজ্যে। কোরোনা জন্য এই রাজ্যে শেষ অঙ্গদান হয় ২০ মার্চ। তারপর অঙ্গদান প্রক্রিয়া বন্ধ ছিল ।
পথ দুর্ঘটনায় ৩১ বছর বয়সি সংগ্রাম ভট্টাচর্য্যের হাত ধরে সেই প্রতিকূলতা দূর হলো। শুক্রবার দুপুরে মোটরবাইক নিয়ে কল্যাণী যাচ্ছিলেন ৩১ বছর বয়সই সংগ্রাম। পেশায় ছিলেন এক ওষুধ সংস্থার প্রতিনিধি। নদীয়ার জাগুলিয়ার কাছে দুর্ঘটনার শিকার হন তিনি। প্রথমে তাকে কল্যাণী হাসপাতাল নিয়ে যাওয়া হয়। পরে কলকাতার অ্যাপোলো হাসপাতালে আনা হয় সংগ্রামকে। কিন্তু শেষ রক্ষা হ নি। রবিবার সন্ধ্যায় চিতিৎসকেরা তার ব্রেইন ডেথ ঘোষণার পর তার স্ত্রী জানান তার অঙ্গদান করার ইচ্ছা ছিল। জানা গেছে তার কিডনী পেয়েছেন লিলুয়ার বাসিন্দা ২৯ বছরের এক যুবক, লিভার প্রতিস্থাপিত হবে আগরতলার এক বাসিন্দার দেহে, তার হৃদপিণ্ড পাচ্ছে হাওড়ারার বেসরকারি হাসপাতালের চিতিকসাধিন ১৭ বছরের এক কিশোর। এক বেসরকারি হাসপাতালের আই ব্যাংকে যাচ্ছে চোখ। কিডনী এবং ত্বক গ্রীন করিডোরের মাধ্যমে এস এস কে এম এ পৌঁছে গেছে। সংগ্রামের পরিবারের সিদ্ধান্তে একজনের অঙ্গদান এ বেঁচে গেলো অনেকগুলি জীবন।