কলকাতা ব্যুরো: যাঁদের নিয়মিত ব্যাঙ্কে কাজ থাকে, তাঁদের অবগতির জন্য জানাই, ১৯ অগস্টের পর এই মাসে কিন্তু মাত্র তিনদিন ২৪,২৫ ২৬ অগস্ট ব্যাঙ্ক খোলা থাকবে। বাকি দিনগুলি হয় লকডাউন, কিংবা শনিবার (পশ্চিমবঙ্গে এখন ব্যাঙ্ক বন্ধ) বা রবিবারের মধ্যে পড়বে। ব্যাঙ্কে কাজ থাকলে সেই বুঝে আগাম পরিকল্পনা করে রাখা ভালো।
Previous Articleফেসবুকের ফোন আত্মহত্যা রুখে দিল
Next Article প্রনবে মমতা ট্যুইট
Related Posts
Add A Comment